বৃহষ্পতিবার রাত ৮টায় ঠাকুরগাঁও প্রেসকাব প্রঙ্গণে বিশ্বের অন্যতম মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনের এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা ও মতবিনিময় সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও প্রেস কাবের সাধারণ সম্পাদক লৎফর রহমান মিঠু এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি এডভোকেট জাহিদ ইকরাল, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহীন ফেরদৌস , বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি এ এর খলিলুর রহমান।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা ও ঠাকুরগাঁও সরকারী কলেজের সাবেক অধ্য প্রফেসর সৈয়দ আলী , বাংলাদেশ মানবাধিকার কমিশন ঠাকুরগাঁও জেলা শাখার সমাজকল্লান সম্পাদক মেহেদী হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহানাজ বেগম সহ জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে জেবিন ইসলাম লিটাকে সভাপতি,আসাদুজ্জামান শামিমকে সাধারণ সম্পাদক,ফজলে রাব্বীকে সাংগঠনিক সম্পাদক সহ ২১ জনের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয় ।