এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক রনি আহমেদ ও দৌলতপুর উপজলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উক্ত সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ কবির পান্না। উক্ত সভায় বক্তারা দৌলতপুর উপজেলায় বাংলাদের সব চেয়ে প্রতিবন্ধীর সংখ্যা বেশি প্রায় ১৫ হাজার প্রতিবন্ধী এই উপজেলায়। কারন সম্পর্কে সমাজ সেবা অফিসার সকলের সামনে তুলে ধরেন, তামাক চাষ ও বাল্যবিবাহ।
বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন দৌলতপুরে বাল্যবিবাহর সংখ্যা অন্যান্য উপজেলার চেয়ে অনেক বেশি। তারা জানান এই উপজেলার অভিভাবকেরা অনেক অসচেতন। তারা বলেন প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা না তাদের আমরা সঠিক ভাবে শিক্ষা দিতে পারলে তারা ও সমাজের উন্নয়ন করতে পারে।আলোচনা শেষে ডোনেট স্বেচ্ছাসেবি সংস্থার সহায়তায় হুইল চেয়ার বিতর ও প্রায় ৫ শতাধিক প্রতিবন্ধী মানুষের মাঝে খাবার বিতরণ করেন বিদ্যালয় কর্তিপক্ষ।