প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সম্পাদক ফয়সাল বিন নিজাম, ছাত্রলীগ নেতা অসিত দেব হৃদয়,তানজিব আহসান পাপ্পু,আরিফ, মেহেদী হাসান অনিক, ইসতিয়াক ফারদিন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। বক্তারা বলেন মহিউদ্দীন ভাইয়ের অাদর্শ অামাদের রাজনৈতিক অনুপ্রেরণা। অান্দোলন, সংগ্রাম, রাজপথে চট্টলার মানুষের হৃদয়ে তিনি চির অম্লান।
চট্টগ্রামে মরহৃম এ,বি,এম মহিউদ্দীন চৌধুরীর শুভ জন্মদিন কেক কেটে উদযাপন
অাসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাই মহিউদ্দীন ভাইয়ের অাদর্শ অনুসরণ করে নৌকার পক্ষে কাজ করতে হবে। এসময় সম্পাদক ফয়সাল বিন নিজাম নেতাকর্মীদের সাথে নিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও মোস্তফা হাকিম পরিবারের পারিবারিক কবরস্থান জিয়ারত করেন ও মাগফেরাতের জন্য দোয়া করেন।