আহত উন্নতি বৈরাগী (৪৫) বেলা বৈরাগী (৬০), জানকী বৈরাগী (৫০), রতন বৈরাগী (২১), বিশ্ব বৈরাগী (৪৫), ঠাকুর বৈরাগী (৫২), চিরঞ্জিত বৈরাগী (২৪), শুকদের বৈরাগী (১৮), প্রেমচাঁদ বৈরাগী, বিমল ব্যাপারী (৩৫), অরুণ ব্যাপারী (২৫) ও বরুণ ব্যাপারীকে (২২) গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও ৮ জন ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামূল কবির বলেন, বৃহস্পতিবার বিকেলে বরইহাটি গ্রামের বৈরাগী বাড়িতে ক্যারাম খেলাকে কেন্দ্র করে বরুণ ব্যাপারী ও কৌশিক বৈরাগীর মধ্যে মারামারি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সকাল ৭টার দিকে দুই বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।