এ সময় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার জাহিদ আহমেদ ও সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন। স্থায়ী পদ্ধতি গ্রহনকারীদের স্বামী, সাগান্না ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক ও কর্মিরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার জাহিদ আহমেদ বলেন, “ছেলে হোক মেয়ে হোক, দু’টি সন্তানই যথেষ্ট- এই প্রতিপাদ্য করেই আমাদের এগিয়ে যেতে হবে।