চট্টগ্রাম ১(মীরসরাই) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন নুরুল আমিন
চট্টগ্রাম ১(মীরসরাই) আসনে বিএনপি
থেকে মনোনয়ন পেলেন নুরুল আমিন
বিবিসিনিউজ২৪ ডেস্ক ঃ নুরুল আমিন (উপজেলা চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত) তিনি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এই আসনে সাবেক সংসদ সদস্য এম এ জিন্নাহ কিংবা চট্টগ্রাম চেম্বারের সাবেক প্রেসিডেন্ট কামাল উদ্দিনকে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুই জনকে বাদ দেওয়া হয়।
এই খবর পাওয়ার পর তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।এই ব্যাপারে তৃণমূল নেতা কর্মীদের কাছে জানতে চাইলে তারা বলেন নরুল আমিন চেয়ারম্যান দীর্ঘ ১২ বছর ধরে মীরসরাই ভেঙ্গে পড়া বিএনপিকে নতুনভাবে তৈরি করেছেন এবং তিনি নির্যাতিত নিপিড়নের স্বীকার এই আসন উনার প্রাপ্য ছিল।