চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎকর্মীর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎকর্মীর
মর্মান্তিক মৃত্যু
বিবিসিনিউজ২৪ ডেস্ক ঃসীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎকর্মী মোঃ নাসির (৫০) এর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।নাসির উপজেলার বাড়বকুণ্ডের হাশেম নগর এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসে কর্মরত আছেন।
জানা যায়, বাড়বকুণ্ড বাজারে একটি বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বিদ্যুত অফিসের গাফিলতির কারনে এ দূর্ঘটনা বলে জানান স্থানীয়রা।বিষয়টি অস্বীকার করে পিডিবির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, তিনি কাজ করার সময় লাইন বন্ধ ছিল। গাফিলতি নয়, ত্রুটির কারনে এ দূর্ঘটনা বলে জানান তিনি।