খুদে বার্তায় বলা হয়, রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির র্যাডিকাল ইয়ুথ গ্রুপের আটজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১ ও র্যাব-২ এই অভিযান চালায়। গ্রেফতার আটজনের কাছ থেকে উগ্রবাদী বই, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। সোমবার সকাল ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।